Bankura

May 05 2023, 14:23

*উদ্ধার হল হাজার হাজার বছরের প্রাচীন বিষ্ণু মূর্তি*


বাঁকুড়াঃ দ্বারকেশ্বর নদ থেকে প্রাপ্ত প্রায় হাজার বছরের প্রাচীণ বিষ্ণু মূর্তি উদ্ধার হলো বাঁকুড়ার গ্রামে। ক্লোরাইড পাথরে নির্মিত প্রায় ১২ কেজি ওজনের ভগ্ন অবস্থায় প্রাপ্ত এই বিষ্ণু মূর্তিটি বর্তমানে বিষ্ণুপুর যোগেশ চন্দ্র পূরাকীর্তি ভবনে রাখা হবে বলে জানা গেছে।

প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি তাঁদের কাছে খবর আসে জেলার বিষ্ণুপুরের উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের ডিহড় গ্রামের জনৈক রাখহরি দাসের বাড়িতে স্থানীয় দ্বারকেশ্বর নদী থেকে পাওয়া প্রাচীণ একটি বিষ্ণুমূর্তি রয়েছে। এই খবর পাওয়ার পরই বিষ্ণুপুর মহকুমাশাসকের দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সৌমী দাস, যোগেশ চন্দ্র পুরাকীর্তি ভবনের কিউরেটর তুষার সরকার সহ অন্যান্যরা পুলিশকে সঙ্গে নিয়ে ডিহড় গ্রামে যান। গ্রামবাসী রাখহরি দাসের বাড়ি থেকে তাঁরাই ঐ প্রাচীণ মূর্তি উদ্ধার করে নিয়ে আসেন বলে জানা গেছে।

বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত মূর্তি উদ্ধারের খবর জানিয়ে বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উদ্ধার হওয়া ঐ মূর্তিটি একাদশ বা দ্বাদশ শতকে তৈরী, একই সঙ্গে এটি বিষ্ণুমূর্তিও হলে হতে পারে। তবে পুরো বিষয়টির বাখ্যা গবেষকরাই দিতে পারবেন বলে তিনি মনে করেন বলে জানান।

বিষ্ণুপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সৌমী দাস এবং যোগেশ চন্দ্র পুরাকীর্তি ভবনের কিউরেটর তুষার সরকাররাও বলেন, প্রাথমিকভাবে এটি বিষ্ণু মূর্তি বলেই মনে হচ্ছে। বর্তমানে যোগেশ চন্দ্র পুরাকীর্তি ভবনের সংগ্রহ শালায় এই প্রাচীণ মূর্তিটি রাখা থাকবে বলেও তাঁরা জানিয়েছেন।

Bankura

May 05 2023, 12:16

*বিকল্প আয়ের পথ দেখাচ্ছে আদিবাসী গোষ্ঠী*


বাঁকুড়াঃ 'কুল গুঁড়া' বললেই অনেকেই জীভে জল আসতে বাধ্য। আর লোভনীয় সেই কুল গুঁড়াই বিকল্প আয়ের পথ দেখিয়েছে বাঁকুড়ার জঙ্গল মহলের আদিবাসী মহিলাদের। দীর্ঘ পরিশ্রমের ফসল কুল গুঁড়া নিয়ে তাঁরা হাজির বাঁকুড়া শহরের দশের বাঁধের বাবা হংশেশ্বরের গাজনে।

দশের বাঁধের বাবা হংশেশ্বর গাজনে গিয়ে দেখা গেল জেলার রানীবাঁধ, ঝিলিমিলি এলাকা থেকে আসা আদিবাসী মহিলারা বস্তা ভর্তি কুলের গুঁড়া নিয়ে বসেছেন। আগ্রহী ক্রেতারা আসছেন এই কুল গুঁড়ো সংগ্রহ করতে। কারণ শুধুমাত্র চৈত্র সংক্রান্তীতে বাঁকুড়া শহর সংলগ্ন এক্তেশ্বরের গাজন ও বৈশাখে দশের বাঁধের গাজনেই মেলে এই বিশেষ বস্তুটি। ফলে প্রায় সকলেরই সংগ্রহ করে তাড়া তো থাকেই।

ছাতনা থেকে শুধুমাত্র কুল গুঁড়োর টানে এই গাজনে ছুটে এসেছিলেন উত্তম কুমার চঁন্দ। তিনি বলেন, এই মেলার দু'দিন ছাড়া আর বছরভর পাওয়া যাবেনা। মূলতঃ চাটনি হিসেবেই ব্যবহার হয়। স্বাদ কেমন এই প্রশ্ন করায় এই প্রতিবেদকের উদ্দেশ্যে তাঁর সহাস্য জবাব 'খেয়েই দেখুননা'ই বলে দিচ্ছে কি অপূর্ব স্বাদ হতে পারে জঙ্গল মহলের মায়েদের হাতে তৈরী এই কুল গুঁড়োর।

রানীবাঁধ এলাকা থেকে এই কুল গুঁড়ো বিক্রি করতে আসা ফুল মনি হাঁসদা, বালিকা হেমব্রমরা বলেন, এই কুল গুঁড়ো তৈরীর পিছনে দীর্ঘ পরিশ্রম রয়েছে। জঙ্গল বা তার আশেপাশের এলাকা থেকে পাকা কুল সংগ্রহ করে তা রোদে শুকনো করতে হয়। শুকনো হয়ে যাওয়ার পর বাছাই শেষে ঢেঁকিতে গুড়ো করে চালুনীতে চেলে তা বিক্রির উপযুক্ত হয়। মূলতঃ বাঁকুড়া শহর সংলগ্ন এক্তেশ্বরে ও দশের বাঁধের বাবা হংশেশ্বরের গাজনে তাঁরা বিক্রি করেন বলে জানান।

Bankura

May 04 2023, 16:02

*ফুটপাত দখল রাখা যাবে না! দাবি প্রশাসনের*


বলয় হারাচ্ছে শনি! মহাজাগতিক ইতিহাসে বড় পরিবর্তনের আশঙ্কা

বাঁকুড়াঃ ফুটপাথ দখল মুক্ত করার উদ্যোগ নিল বাঁকুড়া পৌরসভা ও প্রশাসন। বৃহস্পতিবার বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত, পৌর প্রধান অলকা সেন মজুমদার, আই.সি দেবাশীষ পাণ্ডার উপস্থিতিতে শহরের 'প্রাণকেন্দ্র' হিসেবে পরিচিত মাচানতলা এলাকার ফুটপাথ দখল মুক্তের কাজ শুরু হয়।আর এই ঘটনাকে ঘিরে তৈরী হয়েছে বিতর্ক।

প্রসঙ্গত, গত কয়েক বছর আগে বিগত পৌর বোর্ডের আমলে বাঁকুড়া শহরে 'গ্রীণ সিটি' প্রকল্পের কাজ শুরু হয়। সৌন্দর্যায়নের নামে কোটি কোটি টাকা খরচ করে শহরের রাস্তার দু'পাশে হকারমুক্ত করে বেড়া দেওয়ার কাজ হয়। বর্তমানে বেড়ার ওপাশের জায়গা অঘোষিত ডাস্টবিনে পরিনত হয়েছে। সংশ্লিষ্ট হকারদের পূনর্বাসন দেওয়া হয় শহরের কৃষক বাজারে। কিন্তু সেখানে 'বেচাকেনা হচ্ছেনা' অজুহাতে রাস্তার পাশে ফের তারা বসতে শুরু করেন। ফলে দিনভর যানযট লেগেই থাকে মাচানতলা এলাকায়। এই অবস্থায় 'গ্রীণ সিটি' প্রকল্পের নামে কোটি কোটি টাকা খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ব্যবসায়ীদের দাবি, আমাদের এমন জায়গায় পাঠানো হলো যেখানে দিনে ন্যুনতম বিক্রিবাটাও নেই। আমরা ভীতরেই ছিলাম, পৌরসভার সিদ্ধান্তই আমাদের বাধ্য করেছে বাইরে এসে বসতে।

ব্যবসায়ীদের দাবিকে সমর্থণ করেছেন শহরবাসীর একাংশ। তাদের যুক্তি কৃষক বাজারে খুব একটা মানুষ যায়না। শহরে আসা গ্রামের মানুষের কাজ থাকে মূলত মাচানতলা এলাকাতেই। ফলে বাধ্য হয়েই ব্যবসায়ীরা রাস্তার পাশে বসছেন।

বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার বলেন, জনস্বার্থেই শহরের ফুটপাথ দখলমুক্ত করা প্রয়োজন। ব্যবসায়ীরা ফুটপাথ ছেড়ে না গেলে আইনী ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেও বিগত পৌরবোর্ডের আমলে 'গ্রীণ সিটি' প্রকল্পের মুখ ধুবড়ে পড়া নিয়ে তিনি কোন মন্তব্য করতে চাননি।

বাঁকুড়া সদর মহকুমাশাসক সুশান্ত কুমার ভক্ত নিজেও স্বীকার করেন কৃষক বাজারে ব্যবসায়ীদের বিক্রি হয়না। তবে তিনি 'গ্রীণ সিটি' প্রকল্প নিয়ে কিছু জানেননা বলে দাবি করেন।

Bankura

May 03 2023, 13:57

রেশন দ্রব্য নিয়ে বচসা, ধারালো অস্ত্রের কোপ দাদা ও ভাইপোকে


বাঁকুড়াঃ রেশন দ্রব্য নিয়ে বচসার জেরে ধারালো অস্ত্রের কোপ দাদা ও ভাইপোকে। গুরুতর আহত অবস্থায় দু'জন হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের হাজরা পাড়ার ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, শহরের হাজরা পাড়ার বাসিন্দা 'দাদা' অরুণ দাসের সঙ্গে 'ভাই' বিশ্বরুপ দাসের বিবাদ দীর্ঘদিনের। এদিন রেশন দ্রব্য নিয়ে নতুন করে বিবাদের সৃষ্টি হয়। দু'পক্ষের বচসার মাঝেই 'ভাই' বিশ্বরুপ দাস দাদা' অরুণ দাসকে ধারালো অস্ত্রের কোপ মারে। বাবাকে বাঁচাতে গিয়ে কাকার আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি অরুণ দাসের ছেলে শচীন দাস। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দু'জনকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তারা চিকিৎসাধীন আছেন।

'আহত' অরুণ দাসের দাবি, মা মারা যাওয়ার পর ভাই বিয়ে করে। বিয়ের পর থেকেই তীব্র অশান্তি শুরু হয়। এদিন দু'পক্ষের বচসার মাঝেই ভাই বিশ্বরুপ দাস তাদের উপর চড়াও হয় বলে তিনি দাবি করেন।

শেষ পাওয়া খবরে জানা গেছে অভিযুক্ত 'ভাই' বিশ্বরুপ দাসকে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Bankura

May 01 2023, 19:12

*বজ্রপাতে মৃত্যু! পাশে দাঁড়ালো শশী পাঁজা*


বাঁকুড়াঃ দলীয় সভায় গিয়ে বজ্রপাতে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে সরকারী ক্ষতিপূরণের পাশাপাশি ও দলের তরফ থেকে আর্থিক সহযোগিতা ও মৃতের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সোমবার দুপুরে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, জ্যোৎস্না মাণ্ডি, দলের নেতা দেবাংশু ভট্টাচার্য্য সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব বজ্রপাতে মৃত শামেদ মল্লিকের বাথানিয়া গ্রামের বাড়িতে যান। সেখানেই শশী পাঁজা পরিবারের লোকেদের সাথে কথা বলে ঐ আশ্বাস দেন।

প্রসঙ্গত, রবিবার বিকেলে বাঁকুড়ার ইন্দাসের শাশপুর আশিনপুর দীঘির মাঠে তৃণমূলের সভা হওয়ার কথা ছিল। সভা শুরুর আগেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে আরো অনেকের সঙ্গে স্থানীয় একটি একটি বটগাছের তলায় আশ্রয় নেন শামেদ মল্লিকও। ঠিক সেই সময়ই বজ্রপাতের ঘটনা ঘটে। আর ঐ ঘটনার জেরে মৃত্যু হয় শামেদ মল্লিকের। গুরুতর আহত হন আরো অন্তত ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক। ঘটনার খবর শুনেই উত্তর বঙ্গ থেকে মৃত ও আহত কর্মীদের পরিবারের পাশে থাকার বার্তা দেন দলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার পরই এদিন তৃণমূলের প্রতিনিধি দলটি মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি আহতদের দেখতেও হাসপাতালে যান।

Bankura

May 01 2023, 15:39

*পঞ্চায়েত নির্বাচন করতে ভয় পাচ্ছে তৃণমূলঃ লকেট*

বাঁকুড়াঃ 'এতো এতো দূর্ণীতি হয়েছে যে তৃণমূল সরকার পঞ্চায়েত নির্বাচন করতে ভয় পাচ্ছে', দাবি করলেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সোমবার বাঁকুড়ার ছাতনায় দলের 'বুথ সশক্তিকরণ প্রমুখ সম্মেলনে' বক্তব্য রাখছিলেন তিনি। একই সঙ্গে নাম না করে তৃণমূলের সাধারণ সস্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নেন তিনি। তাঁর দাবি বিজেপির রথযাত্রার আদলে একদিকে জনসংযোগ যাত্রা, অন্যদিকে 'কর্মীদের বাড়িতে পাত পেড়ে খাওয়া' শুরু করেছেন তিনি। আদতে যা বিজেপিকে তৃণমূল 'কপি' করছে বলেও তিনি দাবি করেন।

ঐ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'যুবরাজ' সম্বোধন করে বলেন, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এসে পড়ে থাকা যন্ত্রপাতির প্যাকিং খোলা হচ্ছেনা! ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে। তা কেন হচ্ছেনা তার জবাব চান তিনি। একই সঙ্গে রাজ্য জমি অধিগ্রহণ না করায় জেলায় ছাতনা-মুকুটমনিপুর রেল পথের কাজ আটকে আছে ও কেন্দ্রের তরফে অর্থ বরাদ্দ হওয়ার পরেও গন্ধেশ্বরী-দ্বারকেশ্বরের মিলন স্থলে ড্যাম তৈরীর কাজ শুরু করা যাচ্ছেনা বলে তিনি দাবি করেন। একই সঙ্গে সুভাষ সরকার এদিন 'বুথ প্রতিরোধ বাহিনী'কে তৈরী করার আবেদন জানিয়ে 'যুবরাজে'র উদ্দেশ্যে হাত দিয়ে মুখে আওয়াজ করে কুলকুলি দেন।

একই সঙ্গে এদিন এই মঞ্চ থেকেই ছাতনা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সরস্বতী বাউরী সহ ১০০ তৃণমূল কর্মী সমর্থক তাদের দলে যোগ দিয়েছেন বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে। ছাতনা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সরস্বতী বাউরী এদিন নিজেও স্বীকার করেন 'ভালোবেসে' তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ছেড়ে আসা দলকে 'চোরের দল' বলেও আখ্যায়িত করেন।

এদিনের এই কর্মসূচীতে বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন দলের নেতা সতীশ ধন্দ, পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল, দলের বিধায়করা সহ অন্যান্যরা।

Bankura

May 01 2023, 12:32

*যদি মুরোদ থাকে তো পঞ্চায়েত ভোট করুন! তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়লো সিপিআইএম*

বাঁকুড়াঃ 'যদি বাঁকুড়া: মুরোদ থাকে তো পঞ্চায়েত ভোট করুন, আমরা প্রস্তুত', ঠিক এই ভাষাতেই শাসক তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জী। সোমবার মে দিবসের সকালে বাঁকুড়ার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের ভাদুল গ্রামে দলীয় কার্যালয় উদ্বোধন ও 'গণশক্তি' বোর্ড উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ঐ কথা বলেন। একই সঙ্গে এদিন অভয় মুখার্জী 'তৃণমূলের এক্সপায়ারি ডেট' পেরিয়ে গেছে দাবি করে গেরুয়া শিবিরকেও একহাত নেন।

তিনি বলেন, 'গ্রামের মানুষ আদানি-আম্বানীদের বন্ধুকে গ্রহণ করবেনা'। এছাড়াও তিনি আরো বলেন, 'তৃণমূল একটা চোরের পাটি', মানুষ বুঝতে পেরেছেন। ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ, যুবদের কাজের স্বপ্ন এরা শেষ করে দিয়েছে। এই অবস্থায় অভিজ্ঞতা দিয়ে মানুষ বুঝছেন বামপন্থীরা বিকল্প, লাল ঝাণ্ডাই বিকল্প। তাই ফের তাঁদের লাল পতাকার নিচে মানুষ জড়ো হচ্ছেন বলে তিনি দাবি করেন।

প্রসঙ্গত, এক সময়ের 'লাল দুর্গ' হিসেবে পরিচিত ভাদুল গ্রামে ২০১১ পরবর্ত্তী সময় থেকে সিপিআইএম-র দলীয় কার্যালয়টি বন্ধ ছিল। এদিন ফের নতুন করে তা উদ্বোধনের পাশাপাশি দলের মুখপত্র 'গণশক্তি'র বোর্ড উদ্বোধন করা হয়। সকালে গ্রামে মিছিল ও উদ্বোধনী অনুষ্ঠানে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জী ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্যা পূর্ণিমা বাগদী সহ অন্যান্যরা।

Bankura

Apr 30 2023, 18:35

*দেবাংশু ভট্টাচার্যের সভায় যোগ দিতে গিয়ে প্রাণ হারালেন ১জন*

বাঁকুড়াঃ তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সভায় যোগ দিতে এসে সভাস্থলেই বজ্রপাতে মৃত্যু হলো এক জনের। আহত প্রায় ৫০ জন। রবিবার বিকেলে বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার শাশপুরের ঘটনা। মৃত তৃণমূল কর্মীর নাম সামেদ মল্লিক (৪২) বাড়ি ইন্দাসের বাতানিয়া গ্রামে। আহতদের অধিকাংশকে ইন্দাস ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাত জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।

  প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল শাশপুরে সভা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ঐ জায়গাতেই দেবাংশু ভট্টাচার্যের উপস্থিতিতে 'পাল্টা সভা' করার কথা ছিল। সেই অনুযায়ী নির্দিষ্ট সময়েই তৃণমূল কর্মী-সমর্থকরা হাজির হচ্ছিলেন। আর ঠিক তখনই ঐ দূর্ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতির জেরে সভা বাতিল করা হয়।

Bankura

Apr 30 2023, 10:43

*বাঁকুড়ায় বন্ধ বাস পরিষেবা*


বাঁকুড়াঃ ওবিসিদের জাতি ভিত্তিক জনগণনার সহ একাধিক দাবিতে রাষ্ট্রীয় পিছড়া বর্গ (ওবিসি) মোর্চার ডাকা ভারত বনধে পরিবহন ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়ার জঙ্গল মহলে। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে বেসরকারী যানবাহন চলাচল না করায় চরম সমস্যায় সাধারণ মানুষ।

এদিন সকালে বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ডে গিয়ে দেখা গেল সার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বেসরকারী বাস। জেলার জঙ্গল মহলগামী কোন বাস এদিন রাস্তায় না নামলেও দুর্গাপুর ও বিষ্ণুপুরগামী একাধিক বাস চলাচল করছে বলে জানা গেছে। তবে সমস্যা বেশী জঙ্গল মহল এলাকার মানুষের। সম্পূর্ণ রেল পরিষেবা বিহীন তালডাংরা, সিমলাপাল, রাইপুর, সারেঙ্গা, রানীবাঁধ, ঝিলিমিলি, খাতড়া সহ এই এলাকার বিস্তীর্ণ অংশের মানুষের এখনো যোগাযোগের অন্যতম ভরসা বেসরকারী বাস। আর সেই বাস বন্ধ থাকায় তাঁদের দূর্ভোগ বেড়েই চলেছে।

এদিনের এই বনধে শুধু যাত্রী সাধারণ নয়, চরম সমস্যায় পড়েছেন বেসরকারী বাস কর্মীরাও। 'নো ওয়ার্ক নো পে' নিয়মে কাজ করা ঐ কর্মীরা চরম আর্থিক সমস্যায় পড়বেন বলেই জানিয়েছেন। বনধের সমর্থণে বাঁকুড়া গোবিন্দ নগর বাসস্ট্যাণ্ডে একাধিক পোষ্টার দেখা গেল। ফলে 'আতঙ্কিত' বাস মালিকরা রাস্তায় বাস নামাতে সাহস পাননি বলেই খবর।

বাস শ্রমিক সমীর বাদ্যকর, গুলমন খাঁরা বনধের কারণে জঙ্গল মহল রুটের কোন বাস চলেনি। শুধু যাত্রীরা নয়, এভাবে প্রায়শই বনধে তাদের মতো সাধারণ বাস কর্মীরাও সমস্যায় পড়ছেন বলে তারা জানান।

বাস যাত্রী শুকদেব হেমব্রম বলেন, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী ভর্তি আছে। আজই ছুটি হওয়ার কথা। বনধের কারণে জঙ্গল মহলগামী বাস বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে বলে তিনি জানান।

বাস চলাচল না করায় সমস্যায় কলেজ পড়ুয়া মেঘা দত্তও। বাঁকুড়া শহরের একটি কলেজে পড়াশুনার পাশাপাশি একটি মেসে থাকেন তিনি। এদিন সকালে সিমলাপালের বাড়িতে যাবেন বলে গোবিন্দ নগর বাসস্ট্যাণ্ডে এসেছিলেন। কিন্তু বাস না পাওয়ায় তাকে ফের মেসেই ফিরে যেতে হবে বলে তিনি জানান।

Bankura

Apr 29 2023, 16:33

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুগলের


বাঁকুড়াঃ দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক পরিবারের লোকেরা মেনে না নেওয়ায় গায়ে হলুদের আগের দিন ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুগলের। মৃতরা হলেন সুরজিৎ মাঝি (২৪) ও রিয়া মাঝি (২২)। শনিবার বাঁকুড়ার ছাতনা থানা এলাকার আড়রা গ্রাম পঞ্চায়েতের বনগ্রামের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, বনগ্রামের বাসিন্দা সুরজিৎ মাঝি ও রিয়া মাঝির প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু দুই পরিবারের কেউই বিষয়টি মেনে নেয়নি। এই অন্যত্র রিয়ার পরিবার তার বিয়ে ঠিক করেন। আগামী রবিবার গায়ে হলুদ ও সোমবার বিয়ের অনুষ্ঠান ছিল।

কিন্তু তার আগেই বাঁকুড়া-ছাতনা রেল লাইনে তাদের দু'জনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ছাতনা থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।